• বাড়ছে ট্রেনের গতি, তারকেশ্বর লাইনে শুরু হল ট্রায়াল রান
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: আগামী দিনে তারকেশ্বর লাইনে ট্রেনের গতি আরও বাড়ানো হবে। তা নিয়ে ভারতীয় রেলের তরফে এতদিন চলেছে নানান গবেষণা, প্রযুক্তির প্রয়োগ। বর্তমানে শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। শেওড়াফুলি থেকে গন্তব্যে পৌঁছতে ট্রেনকে ১৫ টি স্টেশন পাড়ি দিতে হয়। তাতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে গতি বাড়ানোর ব্যাবস্থা করা হচ্ছে। আগামী দিনে ওই লাইনেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। ফলে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে অনেকটাই কম। বুধবার পূর্বরেলের তরফে যাত্রী ছাড়াই গতি বাড়ানোর সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল। তারকেশ্বর থেকে দুপুর ২টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনে উদ্দেশে রওনা দেয়। গন্তব্যে পৌঁছয় ২টো ২৭ মিনিটে। অর্থাৎ পরীক্ষামূলক ভাবে চালানো ট্রেনটি মাত্র ২৭ মিনিটের মধ্যে ৩৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সক্ষম হয়। রেল সূত্রে জানানো হয়েছে, ট্রায়াল রানের সময় এদিন ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার। একইসঙ্গে ট্রেনের গড় গতিবেগ হিসেব করে দেখা যায়, তা ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার। যদিও এদিন ট্রায়াল রান চলার সময় কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এদিন শেওড়াফুলির স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেছেন, ট্রেনের গতি বাড়লে সময় কমবে, ফলে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। বর্তমানে ৮০ কিলোমিটার গতিবেগে ওই লাইনে ট্রেন চলাচল করে। আগামীদিনে সেই গতিবেগ বেড়ে ১২০ কিমি হতে চলেছে। এবার রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা সিদ্ধান্ত নেবেন নতুন গতিতে পাকাপাকি ভাবে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনের গতি বাড়ার খবরে খুশি ওই লাইনের যাত্রীরা।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)