• এক ফোনেই কয়েক হাজার, আছে অডিও বার্তাও, লাদেনের সঙ্গে শাহজাহানের তুলনা সিবিআইয়ের ...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক ফোনে কয়েক হাজার। শেখ শাহজাহান যেন ওসামা বিন লাদেন। সন্দেশখালি কান্ডে ফেরার তৃণমূল নেতা শাহজাহানের সঙ্গে লাদেনের তুলনা টানল সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন এই তুলনা টানে তারা। সিবিআই বলে, শাহজাহানের এক ফোনে হাজার হাজার লোক জড়ো হয়ে যায়। সেইসঙ্গে গোপন জায়গা থেকে অডিও বার্তা পাঠায়।  সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত নেতৃস্থানীয়রা প্রায়ই গোপন জায়গা থেকে অডিও বা ভিডিও বার্তা পাঠিয়ে থাকে। বিন লাদেন-সহ বিশ্বের বহু সন্ত্রাসবাদী নেতার ক্ষেত্রে এই উদাহরণ দেখা যায়। ইডি অফিসারদের ওপর হামলার পর লুকিয়ে থাকা শাহজাহানও তার সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা পাঠিয়েছিল। যা ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। যদিও ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার পর ১২দিন কেটে গেলেও শাহজাহান এখনও অধরা। হাইকোর্টের নির্দেশে তার বাড়ির সামনে এবং সন্দেশখালির আরও কয়েকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। বুধবার হাইকোর্ট এই মামলার তদন্তে বিশেষ সিট গঠন করে দেয়।
  • Link to this news (আজকাল)