• ২০ কেজি পার্লে-জি বিস্কুট দিয়ে রামমন্দির বানালেন দুর্গাপুরের ছোটন...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশ জুড়ে এই মুহূর্তে চর্চা রামমন্দির নিয়ে। ধর্মনীতি নাকি রাজনীতি, জোর বাকবিতন্ডা তা নিয়েও। একদিকে গেরুয়া শিবিরের প্রস্তুতি তুঙ্গে, অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান। বিরোধীরা আবার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিশেষ দিনে বিশেষ পরিকল্পনা করেছে। এসবের মাঝেই অযোধ্যা থেকে বহু দূরে বসে অবিকল রামমন্দির বানিয়ে ফেললেন দুর্গাপুরের ছোটন ঘোষ। তাও ইঁট, কাঠ, পাথর, রড, সিমেন্ট দিয়ে নয়, বানালেন বিস্কুট দিয়ে। ২০ কেজি পার্লে-জি বিস্কুট দিয়ে রামমন্দিরের চার ফুট বাই চার ফুট প্রতিরূপ বানিয়েছেন তিনি। ছোটন এবং তাঁর বন্ধু ৫ দিন ধরে শোলা, প্লাইউড, আঠা, এবং বিস্কুট দিয়ে এটি তৈরি করেছেন। এর আগেও চন্দ্রযান ৩ সহ একাধিক বিষয়ের রেপ্লিকা বানিয়েছেন ছোটন। এবার বানালেন রামমন্দির। ইতিমধ্যেই সেটি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
  • Link to this news (আজকাল)