• সন্দেশখালি কাণ্ডে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানকে খুঁজতে এবার সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের সঙ্গে এবার তদন্ত করবে সিবিআইও। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের তরফে জানানো হয়েছে, পুলিশ এবং সিবিআই যৌথ ভাবে সিট গঠন করে এই মামলার তদন্ত করবে। তবে তদন্তে অংশ নিতে পারবে না ন্যাজাট থানা। সন্দেশখালির ঘটনার পর ন্যাজাট থানাতেই দুটি এফআইআর দায়ের করা হয়। সেই দুটি এফআইআরের ভিত্তিতেও তদন্ত করবে এই সিট। গঠিত হওয়া সিটে রাজ্য পুলিশের একজন এসপিকে থাকতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। থাকতে হবে সিবিআইয়ের একজন সুপার পদমর্যাদার অফিসারকেও। রাজ্যের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ইসলামপুরের এসপি জসপ্রীত সিংকে সিটের দলে রাখা হবে। বর্তমানে চলা তদন্তের সমস্ত তথ্য তুলে দিতে হবে সিটের হাতে। ঘটনার পর সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল ইডি। আদালতের তরফে সিবিআইয়ের সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের হাতেও তদন্তভার দেওয়া হয়েছে। সন্দেশখালির ঘটনার পর কেটে গিয়েছে ১২ দিন। এখনও বেপাত্তা ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান।
  • Link to this news (আজকাল)