• জোড়া সুপার ওভার লিখল রুদ্ধশ্বাস ম্যাচের নিয়তি, ভারত চুনকাম করল আফগানদের
    ২৪ ঘন্টা | ১৮ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়মরক্ষা টি-২০-তে জোড়া সুপার ওভার! আফগানিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি অবশ্য হাসলেন রোহিতরাই। আফগানদের চুনকাম করল ভারত।

    টস জিতে ভারত প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আফগান পেসার ফরিদ আহমেদ যা শুরু করেছিলেন হাতে বল নিয়ে, তাতে করে মনে হচ্ছিল, ভারত হয়তো এদিন ১০০ রানও তুলতে পারবে না। মাত্র পাঁচ ওভারের মধ্য়ে ২২ রানে চলে যায় চার উইকেট। রোহিত এবং রিঙ্কু এদিন ভেবেই নিয়েছিলেন, 'আজ কুছ তুফানি করতে হ্য়ায়'! পঞ্চম উইকেট পার্টনারশিপে তাঁরা যোগ করলেন ১৯০ রান। নিলেন মাত্র ১০০টি বল। যা রেকর্ড। রোহিত ৬৯ বলে ১২১ রানে অপরাজিত থাকলেন। ১১টি চার ও আটটি ছক্কা হাঁকালেন ১৭৫.৩৬-এর স্ট্রাইক রেটে। রিঙ্কু করলেন ৩৯ বলে ৬৯ রান। ২টি চার ও ৬টি ছয় মারলেন কেকেআরের তারকা। রিঙ্কুর স্ট্রাইক রেট ছিল ১৭৬.৯২। ২২ রানে চার উইকেট হারানো দলটাই ২০ ওভারে করল চার উইকেটে ২১২। পাল্টা জবাব দেয় আফগানিস্থানও। ওপেনিং জুটিতে ১১ ৯৩ রান তোলেন গুরবাজ ও ওজ়াদরান। আফগানদের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে। নাটকীয় ভাবে প্রথম সুপার ওভার টাই হওয়ার পর ম্যাচের ফয়সালা হল  দ্বিতীয় সুপার ওভারে।  
  • Link to this news (২৪ ঘন্টা)