ডিভোর্স নিয়ে সানিয়ার এই প্রথম পোস্ট! ঘটালেন দীর্ঘ জল্পনার অবসান
২৪ ঘন্টা | ১৮ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাথাচাড়া দিল সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Mallik) (Sania Mirza and Shoaib Mallik) বিবাহবিচ্ছেদের গুঞ্জন! গতবছর নভেম্বর থেকেই, ওয়াঘার দুই পারের দেশের মিডিয়ায়, এই নিয়ে বিষয়ে বিস্তর লেখালিখি হয়েছিল। টেনিস-ক্রিকেটের ইন্দো-পাক প্রেমে দাঁড়ি পড়ে গিয়েছে বলেই মত অনেকের। তবে এই প্রথম সানিয়া বিয়ে ও ডিভোর্স নিয়ে পোস্ট করলেন। যদিও এর আগে সানিয়া সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক রহস্যময় পোস্ট করেছেন। আর এবার যা বলার বলেই দিলেন সানিয়া।সানিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'বিয়ে কঠিন, ডিভোর্স কঠিন। কঠিনটাই বেছে নিন। স্থূলতা কঠিন, ফিট কঠিন, কঠিনটাই বেছে নিন। ধারে থাকা কঠিন, আর্থিক শৃঙ্খলাও কঠিন। কঠিনটাই বেছে নিন। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করা কঠিন। কঠিনটাই বেছে নিন। জীবন কখনই সহজ হবে না। এটা সবসময় কঠিন হবে। তবে আমরা কঠিনটাই বেছে নিতে পারি। বুদ্ধি করে বাছাই করুন।'২০১০ সালে ভারতের টেনিস মহারথীর সঙ্গে বিয়ে করেছিলেন শোয়েব। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে, দুই তারকা আলাদা থাকেন। তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। সেলিব্রেটি দম্পতির এই সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। শোয়েবের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেই শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উঁচু তারেই বাঁধা। কিন্তু দুই দেশের এই সম্পর্কের চাপানোতোড় কোনও সমস্যা করেনি সানিয়া-শোয়েবের বিয়েতে। ২০০৯ সালে সানিয়ার সঙ্গে শোয়েবের আংটিবদল হয়েছিল হায়দরাবাদে। টেনিসের গ্ল্যামগার্লের সঙ্গে পাক অলরাউন্ডারের এই বিয়ে নিয়ে অবশ্য কম চর্চা হয়নি তখন। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে ইজহান। যদিও সানিয়ার আগে শোয়েব, আয়েশা সিদ্দিকি নামে এক মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন বলেই জানা যায়। যদিও এই বিয়ে নিয়ে তর্ক-বিতর্ক রয়েছে।গতবছর অগস্টে শোয়েব এমন এক কীর্তি ঘটিয়ে ছিলেন যা দেখে দিনের আলোর মতো একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে, তাঁর আর টেনিসের গ্ল্যামগার্লের সম্পর্ক এখন স্রেফ অততী। এতদিন পাক ক্রিকেটারের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত, Husband to a superwoman @mirzasaniar! এই বাক্যটাই আর নেই। বাকি সবটা এক আছে। এই বিরাট পরিবর্তন দেখেই নেটদুনিয়ার দুয়ে দুয়ে চার করতে কোনও সমস্যাই হয়নি।