• ৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি তিন দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে এ সফরে উভয় নেতা নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।বাংলাদেশ-ভারত কানেন্টিভিটি, সীমান্ত হাট, বাণিজ্য সম্প্রসারণ, ভারতীয় টাকা এবং বাংলাদেশের টাকার বিনিময় সংক্রান্ত বাণিজ্য সম্প্রসারণসহ নানা ইস্যু আলোচনায় স্থান পেতে পারে।উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি (সোমবার) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদেশ মন্ত্রণালয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান।
  • Link to this news (আজকাল)