• কেরলের মন্দিরে মোদি, দেশবাসীর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা ...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে দু" দিনের সফরে কেরল, অন্ধ্রপ্রদেশ গিয়েছেন। ১৫ দিনের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় দক্ষিণ ভারত সফর। মোদি বুধবার কেরলের ত্রিশুরের গুরুভায়ুর শ্রী কৃষ্ণ স্বামী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি প্রত্যেক দেশবাসীর সুখ সমৃদ্ধি প্রার্থনা করেন। সামাজিক যোগযোগ মাধ্যমে তিনি লিখেছেন, "ওই মন্দিরের ঐশ্বরিক শক্তি অপরিসীম। আমি প্রার্থনা করেছি যে প্রত্যেক ভারতীয় সুখী এবং সমৃদ্ধ হোক।" মন্দিরে প্রার্থনার সময় মোদি সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। গুরুভায়ুর মন্দির ভগবান গুরুভায়ুরাপ্পান বা ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এবং মন্দিরের পুরোহিতরা প্রধানমন্ত্রীকে ভগবান কৃষ্ণের মূর্তি উপহার দিয়েছিলেন।
  • Link to this news (আজকাল)