• চা বাগানে আটকে পড়ল হাতির দল
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: চা বাগানে আটকে পড়ল হাতির দল, হাতির ভয়ে কাজকর্ম লাটে উঠলো শ্রমিকদের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি চা বাগানে। সকাল থেকেই মালবাজার সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা ছিল কুয়াশার চাদরে ঢাকা। তবুও দিনের আলো ফোটার পরই হাতির হাতির দলটি দাঁড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রথমে চা বাগানের ২০ নম্বর সেকশনে এবং পরে ১৭ নম্বর সেকশনে হাতির দলটি ঘোরাঘুরি করতে থাকে, সঙ্গে দুটি শাবকও ছিল। স্থানীয় বাসিন্দা বিবেক সরকার, মনোজ ওঁরাও জানান, সকাল বেলায় মানুষের চিৎকারে তারা জানতে পারেন চা বাগানে হাতি এসেছে। হাতির জন্য চা বাগানে কাজ করতে শ্রমিকেরা সমস্যায় পড়েন। বহু মানুষ হাতি দেখতে ভিড়ও জমান। মানুষের চিৎকারে হাতির দলটি ছুটাছুটি করতে শুরু করে। শ্রমিকেরাও কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে বনদপ্তরের মালবাজার রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে হাতি গুলি দুটি আলাদা দলে বিভক্ত হয়ে পড়ে। জানা গেছে গতকাল রাতে হাতির দলটি খাবারের খোজে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেদগুড়ি চা বাগান এলাকায় এসেছিল। সেখান থেকে ফেরার পথে এদিন দলটি চা বাগানে আটকে পরে। বনকর্মীরা সন্ধে নাগাদ দলটিকে জঙ্গলে ফেরত পাঠান। এদিনের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
  • Link to this news (আজকাল)