• 'বরদাস্ত করব না,' দুর্নীতি নিয়ে পুলিশকে কড়া বার্তা মমতার
    আজ তক | ১৮ জানুয়ারি ২০২৪
  • সামনেই লোকসভা ভোট। সব দলই নিজেরে পরিকল্পনা সাজিয়ে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। পিছিয়ে নেই তৃণমূলও। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে এরাজ্যের বিরোধী শিবির। আর এই আবহেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান নিয়ে রিভিউ এবং জনসংযোগ নিয়ে গত বুধবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও জেলাশাসক, এসপি-ডিজি সকলেই। সেখানেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।  বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেই খবর সামনে আসছে।  সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এই  নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী।

    বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান নিয়ে রিভিউ এবং জনসংযোগ বিষয়ে গতকাল নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও জেলাশাসক, এসপি-ডিজি সকলেই। সেখানেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে  কাজে গাফিলতি দেখলে রাজ্য সরকারি আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। 

    বুধবার নবান্ন থেকে রাজ্য প্রশাসনে কর্মরত জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি যেমন কাজে গাফিলতি করলে কেন্দ্রীয় আইন প্রয়োগ করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, তেমনই আবার নিচুতলায় পঞ্চায়েত দুর্নীতির ঘটনা রুখতেও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।  নবান্ন সূত্রে খবর, সরকারি কাজে গাফিলতির প্রশ্ন তুলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে তিনি কেন্দ্রীয় আইনের ৫৬ জে ধারা প্রয়োগ করে সরকারি আধিকারিক ও কর্মচারীদের ‘বাধ্যতামূলক অবসরে’ পাঠাতেও পিছপা হবেন না। 

    বস্তুত, লোকসভা ভোটের আগে  দুর্নীতি কাঁটায় এখন বিদ্ধ তৃণমূল। তাবড় নেতা-মন্ত্রীরা জেলে। এই পরিস্থিতিতে সরকারের প্রধান সহ শ্রমতায় থাকা গোটা দলকে  ‘চোর’ অপবাদ দিচ্ছে বিরোধীরা। তাই এবার দুর্নীতি প্রসঙ্গে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার পথে এগোলেন মুখ্যমন্ত্রী। এই অপবাদ যে আর বরদাস্ত করবেন না তিনি সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নাম করেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি যেন নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করেন। এছাড়াও এসপি-দের নির্দেশ দিয়েছেন, জেলায় কোনও রকম দুর্নীতি দেখলে কড়া ব্যবস্থা নিতে হবে। 
  • Link to this news (আজ তক)