• হাতির হানায় ফের মৃত্যু, বাঁকুড়ার হরিচরণডাঙ্গায় উত্তেজনা
    ২৪ ঘন্টা | ১৮ জানুয়ারি ২০২৪
  •  মৃত্যুঞ্জয় দাস: ৪৮ ঘন্টার মধ্যে হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায়। বুধবার মাঝরাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিচরণডাঙ্গা এলাকায় হাতির হানায় মৃত্যু হল বছর চব্বিশের মামনি ঘোড়ুইয়ের। এর আগে গত মঙ্গলবার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। ৪৮ ঘন্টার মধ্যে হাতির হানায় পরপর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচকর্ম করতে বাড়ির বাইরে যান হরিচরণডাঙ্গা গ্রামের বছর চব্বিশের তরুনী মামনি ঘোড়ুই। বাড়ির বাইরে সে সময় দাপিয়ে বেড়াচ্ছিল চারটি দাঁতাল হাতি। কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি মামনির উপর হামলা চালায়। হাতিটি শুঁড়ে করে মামনিকে তুলে আছাড় মেরে প্রায় ত্রিশ ফুট দেহটি টেনে নিয়ে যায় হাতিটি। শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে এলে হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায়।এরপর আহত মামনিকে গ্রামবাসীরা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মামনিকে মৃত ঘোষণা করেন। এদিকে হাতির হানায় একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবীতে সরব হয়েছেন এলাকাবাসী। অন্যদিকে, কিছুদিন আগে বড়জোড়ায় হাতি হানা দেয়। তাণ্ডব চালানোর সময় সামনে চলে আসায় এক বৃদ্ধকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। 
  • Link to this news (২৪ ঘন্টা)