• বিশ্বের শক্তিশালী ১০ মুদ্রার তালিকায় একবারে নিচে ‘ডলার’...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের যত মুদ্রা আছে তার মধ্যে মার্কিন ডলারের মাধ্যমেই সবচাইতে বেশি লেনদেন হয়ে থাকে অধিকাংশ দেশে। তবে চমকপ্রদ তথ্য হল, রাষ্ট্রসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ১৮০টি মুদ্রার মধ্যে মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী মুদ্রা নয়। আমেরিকা বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ। তার পরও স্বয়ংক্রিয়ভাবে মার্কিন ডলার বিশ্বের সেরা মুদ্রা হিসেবে জায়গা করে নিতে পারেনি।মার্কিন সাময়িক পত্রিকা ফোর্বসের তালিকা অনুযায়ী, ২০২৪ সালের বিশ্বের সেরা ১০টি মুদ্রার তালিকার একবারে নিচে রয়েছে ডলার। ফোর্বসের বিশ্লেষণে উঠে এসেছে, বিশ্বের সেরা মুদ্রা হল কুয়েতি দিনার। এরপর যথাক্রমে রয়েছে বাহরাইনি দিনার, ওমানি রিয়াল, জর্দানিয়ান দিনার, ব্রিটিশ পাউন্ড, জিব্রাল্টার পাউন্ড, ক্যামেন আইল্যান্ড ডলার, সুইস ফ্রাঁ, ইউরো ও মার্কিন ডলার।
  • Link to this news (আজকাল)