• ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, মৃত ৪ শিশু, ৩ মহিলা ...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বালুচিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলার পরেরদিনই ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার ভোরবেলায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাক-ইরান সীমান্তে সারাভান শহর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের হামলায় ইরানে ৪ শিশু ও ৩ জন মহিলা প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। বালুচিস্তানে মৃত্যু হয় ২ শিশুর। আহত হন তিনজন। এই হামলার ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় পাকিস্তান। "ফল ভুগতে হবে" বলেও হুমকি দেয় পাকিস্তান। হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ইরানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় সেনাবাহিনী।
  • Link to this news (আজকাল)