• মায়ানমারের ৩৩ শহরের দখল নিল বিদ্রোহীরা
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মায়ামারের গণতন্ত্রকামী বিদ্রোহীরা এরইমধ্যে দেশটির ৩৩টি শহর সামরিক সরকারের কাছ থেকে নিজেদের দখলে নেয়ারও দাবি করেছে। মায়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি এই তথ্য জানিয়েছে।খবর অনুসারে, বিদ্রোহীরা মঙ্গলবার সেনাবাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসঙ্গে, শতাধিক সামরিক সেনা আত্মসমর্পণ করেছে।বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদার্স গত বছরের অক্টোবর থেকে ‘অপারেশন ১০২৭’ নামে সামরিক সরকার-বিরোধী অভিযান চালিয়ে আসছে। তাদের অভিযানের মুখে কাবু সামরিক সেনারা। হারাচ্ছে একের পর এক শহরের নিয়ন্ত্রণ। বর্তমানে দেশটির বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সক্রিয় আছে বিদ্রোহীরা। শান, রাখাইন, চীন সহ অনেক প্রদেশের শহর এখন তাদের দখলে। বিদ্রোহীদের দাবি, গত তিন মাসে তারা ৩৩টি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।মঙ্গলবার মায়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধবিমান ভূপতিত করার ঘটনা। অন্যদিকে, রাখাইন আর্মির দাবি, তাদের কাছে আত্মসমর্পণ করেছে একশোর বেশি সেনা। একটি সেনা ঘাঁটিও ধ্বংসের দাবি করা হয়েছে। এদিকে সামরিক বাহিনীও হামলা চালাচ্ছে। বিভিন্ন প্রদেশে বিমান হামলা জোরদার করা হয়েছে। রাখাইন ও চীন প্রদেশে নতুন করে চালানো বিমান হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক ঘরবাড়ি।
  • Link to this news (আজকাল)