• ছুটি কাটিয়ে প্র্যাকটিসে ক্লেইটনরা, বাড়ছে টিকিটের চাহিদা...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভুবনেশ্বর পৌঁছেই দলবল নিয়ে নেমে পড়েছেন হাবাস। হাতে মাত্র একটা দিন। শুক্রবার সন্ধেয় সুপার কাপে টিকে থাকার লড়াইয়ে নামবে দুই প্রধান। বুধবার বিকেলে প্রস্তুতি সারে দু"দলই। আগের দিন ফুটবলারদের ছুটি দেওয়ায় পর আবার মাঠে নেমে পড়লেন ক্লেইটনরা। এদিন বিকেল পাঁচটা থেকে পুরোদমে অনুশীলন চলে। বর্তমান পরিস্থিতির নিরিখে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। গোলের বিচারে এগিয়ে থাকায় ডার্বি ড্র করলেই শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করবে। অন্যদিকে জিততে হবে মোহনবাগানকে। তাই কিছুটা চাপেই সবুজ মেরুন শিবির। যদিও এই পরিস্থিতিতে আত্মতুষ্টি চলে আসার একটা সম্ভাবনা থাকে। যা কোনওভাবে হতে দিতে চান না কার্লেস কুয়াদ্রাত। পরপর দু"ম্যাচ খেলার পর চাপ কাটাতে ফুটবলারদের দু"দিন ছুটি দিয়েছিলেন। এদিকে বুধবার পুরোদমে প্র্যাকটিস করান হাবাস। অনুশীলন করেন সাদিকু। ডার্বিতে গোলের জন্য কামিন্স-সাদিকু জুটিই ভরসা। সুপার কাপের অন্যান্য ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও ধীরে ধীরে ডার্বি নিয়ে পারদ চড়তে শুরু করেছে। টিকিটের চাহিদা বাড়ছে। বড় ম্যাচে টিকিটের দাম ১০০ এবং ২০০ টাকা রাখা হয়েছে। কলকাতা থেকে ভুবনেশ্বরের দূরত্ব কম। তারওপর সপ্তাহান্তে ডার্বি। তাই বহু ফ্যান বৃহস্পতিবারই ভুবনেশ্বরে পৌঁছে যাবে। রথ দেখা কলা বেঁচা, দুটোই হবে। তাই শহরের হোটেলের চাহিদাও বাড়তে শুরু করেছে। 
  • Link to this news (আজকাল)