• রাজৌরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত ভারতীয় জওয়ান
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিখ ব্রিগেডের একটি দল এই এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎই বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে দুজন সেনা জওয়ান গুরুতর চোট পান। তখনই তাঁদেরকে উধমপুর হাসপাতালে ভর্তি করানো হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও অন্য আরেক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শীতের এই সময় কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটে। বিগত বেশ কয়েকদিন ধরেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এবার জঙ্গিদের পাতা ল্যান্ডমাইনের ফাঁদে পা দিয়ে মৃত্যু হল এক ভারতীয় সেনার। যদিও মৃত সেনা জওয়ানের নাম এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, মাস খানেক আগে গত ২৭ ডিসেম্বর পুঞ্চ জেলায় সেনার কনভয়ে জঙ্গি হামলা হয়। জঙ্গিরা অতর্কিতে সেনা কনভয়ের উপর গুলি চালায়। পাল্টা জওয়ানরাও গুলি চালায়। তবে জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ জওয়ানের মৃত্যু হয়।
  • Link to this news (আজকাল)