• হরিয়ানায় আপের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন দলিত নেতা
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  চলতি বছরের শেষেই হরিয়ায় বিধানসভা নির্বাচন হবে। সেখানে লড়াইয়ের প্রস্তুতি ছিল আপের। তবে তার আগে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হয়েছে আপ। আর এখানেই আপত্তি হরিয়ানায় আপের দায়িত্বপ্রাপ্ত দলিত নেতা অশোক তানওয়ারের। তিনি নিজের দায়িত্ব থেকে সরে গেলেন। এবিষয়ে অশোক তানওয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে সকলেই লোকসভা নির্বাচনের কথা ভাবছে। তাই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে আপ। এই পরিস্থিতিতে আর আপের সঙ্গে থেকে কাজ করা সম্ভব নয় বলেই জানালেন তিনি। ২০২২ সালেই হরিয়ানায় আপের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে যোগদান করেছিলেন তানওয়ার। তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। হরিয়ানার জন্য সর্বদাই কিছু করতে আগ্রহী। তবে কংগ্রেসের নীতির সঙ্গে আমার নীতির পার্থক্য রয়েছে। তাই আপের সঙ্গে আর থাকা সম্ভব নয়। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে আপের শীর্ষ নেতৃত্ব।  
  • Link to this news (আজকাল)