• ‌ রাম মন্দির উদ্বোধন, সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল কেন্দ্র ...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২২ জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ওই দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং একথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে উত্তরপ্রদেশ সরকার আগেই অযোধ্যা–সহ গোটা উত্তরপ্রদেশে সমস্ত স্কুল, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছিল। আবার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ২২ জানুয়ারি উত্তরপ্রদেশ–সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মদ কেনা–বেচায় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যোগী সরকার সেদিন রাজ্যে মাছ, মাংস ও মদে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করল। দেশ–বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান টিভি চ্যানেল–সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
  • Link to this news (আজকাল)