• নীলগিরি পর্বত সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় শূন্য
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার খামখেয়ালিপনা নজরে আসছে। তামিলনাড়ুর নীলগিরি পর্বত সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় জিরো ডিগ্রির কাছাকাছি। অন্য বছরগুলিতে এই ধরণের তাপমাত্রা দেখেন না এখানকার বাসিন্দারা। কিন্তু এবারে যেন একেবারে অন্যরকম। মাটি যেখানে সবুজ গালিচায় ঢাকা রয়েছে। সেখানে আকাশে ঘন কুয়াশার চাদর। ক্রমাগর নামছে তাপমাত্রার পারদ। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে স্থানীয়দের। আগুনের তাপ নিয়ে সকলকে থাকতে হচ্ছে। এনইএসটি-র সদস্য ভি শিবদাস জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের ফলেই এই এলাকায় তাপমাত্রার এমন পরিবর্তন ঘটেছে। এই এলাকায় প্রচুর গাছ রয়েছে। এই ঘটনার ফলে এখানকার চা বাগানের প্রচুর ক্ষতি হয়েছে। সঠিক সময়ে চায়ের পাতা তোলার কাজ করতে পারছেন না এখানকার শ্রমিকরা। তাপমাত্রার এই হেরফের হওয়ার ফলে এখানকার সব্জি চাষও ক্ষতিগ্রস্ত হয়েছে।  
  • Link to this news (আজকাল)