• কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, আগামিকাল পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জাঁকিয়ে ঠান্ডা বাংলা জুড়ে। জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট। এর মাঝেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত মেঘলা আকাশ থাকবে। ধীরে ধীরে শীতের দাপট কমবে। অন্যদিকে আগামী তিনদিন উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজকাল)