• ‌শর্তসাপেক্ষে ধর্মতলায় সভা করার অনুমতি পেল আইএসএফ
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শর্তসাপেক্ষে ধর্মতলায় সভা করার অনুমতি পেল আইএসএফ। ২১ জানুয়ারি ধর্মতলায় ভিক্টোরিয়া হাইসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। তবে বুধবার সভা করার অনুমতি দেয়নি না আদালত। জানানো হয়েছিল, গত বছরে রাণী রাসমণি রোডে কর্মসূচির সময় যে অশান্তির সৃষ্টি হয়েছিল তার জবাব আগে দিতে হবে নওশাদ সিদ্দিকীকে। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে আগে হলফনামা জমা দিতে হবে আইএসএফকে। এদিন হাইকোর্ট শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল। তবে বলা হয়েছে, সভায় এক হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। লম্বা এবং চওড়ায় সভার মঞ্চ ২০ ফুটের বেশি করা যাবে না। ২১ জানুয়ারি দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভা করা যাবে। সভা থেকে কোনও আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে আয়োজকদের। সভার কারণে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তা দেখতে হবে। গাড়ি চলার জন্য রাস্তা ছেড়ে রাখতে হবে। পুলিশ এবং অয়োজকদের সভার ভিডিওগ্রাফি করতে হবে। রাজ্যকে সভাস্থল এবং আশপাশে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সভার মঞ্চ তৈরির কাজ করা যাবে না। সভাস্থলে ১৫টির বেশি গাড়ি নিয়ে যেতে পারবে না আইএসএফ।প্রসঙ্গত, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পুলিশের অনুমতি পায়নি আইএসএফ। এরপর আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। একাধিক বিষয় পর্যবেক্ষণ করে বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন। 
  • Link to this news (আজকাল)