• রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ১৮ জানুয়ারি ২০২৪
  • কলকাতা, ১৮ জানুয়ারি: ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে চাপ বাড়ল রাজ্যের। আজ বৃহস্পতিবার এই দুর্নীতির তদন্তে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই কমিটি রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে বিস্তারিত তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেবে। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে।
    চার সদস্যের এই কমিটিতে থাকবেন কেন্দ্র ও রাজ্যের একজন করে আধিকারিক। থাকবেন ক্যাগের একজন প্রতিনিধি। এছাড়া অ্যাকাউন্টেন্ট জেনারেলের তরফে একজন প্রতিনিধিকে রাখা হচ্ছে। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অবিলম্বে কেন্দ্র ও রাজ্যকে আদালতে এই আধিকারিকদের নাম জানাতে বলা হয়েছে। এই চার সদস্যের কমিটিকে বিষয়টির তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যকে একটি অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ২০২৩-২৪ অর্থবর্ষে নতুন করে কাজ চালু হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)