• কে বলবে তাঁর বয়স ৫০! সেই চেনা মেজাজেই বিধ্বংসী ইনিংস, সচিনের ভিডিয়ো ভাইরাল
    ২৪ ঘন্টা | ১৮ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বয়স ৫০ বছর ২৬৯ দিন। এগারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। পরিসংখ্য়ান বলছে আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি কেউ রান করতে পারেননি, এমনকী মোট সেঞ্চুরির সংখ্য়াতেও সবার আগে তিনি। বলে দেওয়ার দরকার নেই যে, কার কথা হচ্ছে। তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায় সবার উপরে বিরাজমান লিটল মাস্টার। একশো সেঞ্চুরির মালিক ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মালিক, সুযোগ পেলেই প্রাক্তনদের সঙ্গে ক্রিকেট খেলেন। ফের সচিন নেমেছিলেন মাঠে। সেই চেনা মেজাজেই বিধ্বংসী ইনিংস খেললেন বিশ্বের তাবড় মহারথীদের সঙ্গে। এমনকী পেলেন উইকেটও। সচিনের ইনিংসের ভিডিয়ো দেখে ফ্য়ানরা হাঁটলেন স্মৃতির সরণিতে। বলাই বাহুল্য ভাইরাল হয়ে গেল ভিডিয়ো। এখন প্রশ্ন কোথায় আর কাদের সঙ্গে খেললেন সচিন? বৃহস্পতিবার অর্থাৎ আজ সচিন টাইমমেশিনে চড়িয়ে ফ্যানদের ভাসালেন নস্ট্য়ালজিয়ায়। 'ওয়ান ওয়ার্ল্ড বনাম ওয়ান ফ্য়ামিলি' শীর্ষক প্রদর্শনী টি-২০ ম্য়াচে খেললেন। যেখানে ১৬ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেললেন 'ক্রিকেট ঈশ্বর'। কর্ণাটকের সাই কৃষ্ণান ক্রিকেট স্টেডিয়ামে, সচিনের নেতৃত্বাধীন ওয়ান ওয়ার্ল্ড চার উইকেটে হারাল যুবরাজ সিংয়ের ওয়ান ফ্য়ামিলিকে। মোট সাত দেশের ২৪ জন কিংবদন্তি ক্রিকেটার এই ম্য়াচে অংশ নিয়েছিলেন। বোলিং মহানক্ষত্র মুথাইয়া মুরলীথরনের বলে তুলে মারতে গিয়ে সচিন ক্য়াচ আউট হয়ে যান এদিন। নাহলে তাঁর ব্য়াট থেকে আরও মণিমুক্তো ছড়িয়ে পড়ত মাঠে। তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।ওয়ান ফ্য়ামিলি এদিন টস জিতে প্রথমে ব্য়াট করে তোলে ১৮১ রান। সৌজন্য়ে প্রাক্তন ইংরেজ ব্য়াটার ড্য়ারেন ম্য়াডির ৪১ বলে ৫১। যুবরাজের দলের রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অ্যালভিরো পিটারসেন ৫০ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নমন ওঝার ব্য়াট থেকে এসেছে ১৮ বলে ২৫। সচিনের রান তো আগেই বলা হয়েছে। সচিনদের এই ম্য়াচ জেতার জন্য় ১২ বলে প্রয়োজন ছিল ১৭ রানের। ইরফান পাঠান অনায়াসে ম্য়াচ জিতিয়ে দেন। সচিন গতকালই ইনস্টাগ্রামে নেটসেশনের ভিডিয়ো দিয়েছিলেন। বোলিং মেশিনেও তিনি অনুশীলন সেরেছেন। সচিন কোথাও বুঝিয়ে দিলেন যে তিনি প্রদর্শনী ম্য়াচেরও আগেও রীতিমতো অনুশীলন করেন। সাধে কী আর তিনি GOAT

     
  • Link to this news (২৪ ঘন্টা)