এবার ইংরেজরা ভারতে, কবে থেকে শুরু প্রস্তুতি ' দ্রাবিড় দিলেন বড় আপডেট
২৪ ঘন্টা | ১৮ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্য়াচের টি-২০ সিরিজে ভারত হোয়াইটওয়াশ করেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্য়াচ হয়ে গিয়েছিল রুদ্ধশ্বাস সাসপেন্স থ্রিলার। জোড়া সুপার ওভার লিখেছে ম্যাচের নিয়তি। আপাতত ভারতের ফোকাস লাল বলে। সপ্তাহখানেক পরই শুরু ভারত-ইংল্য়ান্ড (IND vs ENG) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। ভারতের হেড স্য়ার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলছেন এখন টিমের ফোকাস টেস্টেই।বেঙ্গালুরুতে ম্য়াচ শেষে দ্রাবিড় সম্প্রচারকারী অনলাইন প্ল্যাটফর্মে বলেন, 'এই টেস্টের জন্য় মুখিয়ে আছি। একটা দেখার মতো সিরিজ হবে। ইংল্য়ান্ড ভালো দল। সম্প্রতি ওরা খুবই ভালো ক্রিকেট খেলছে। আগামী কয়েক মাস আমরা পাঁচ ম্য়াচের সিরিজ খেলব। অনেকদিন আমরা পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলিনি। আমাদের মধ্য়ে থেকে অনেক কিছু বার করে আনবে। ২০ তারিখ থেকে আমরা আবার দলের সঙ্গে একত্র হব। কয়েকদিনের প্রস্তুতি সেরে আশা করি আগামী কয়েক মাস ভালো ক্রিকেট খেলতে পারব। আশা করি পাঁচ ভেন্য়ুতেই মানুষ আসবে। টেস্ট ক্রিকেটকে সমর্থন করবে।'প্রথম দুই টেস্টের জন্য় ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও আবেশ খান।
ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের সূচিপ্রথম টেস্ট হায়দরাবাদে, খেলা ২৫-২৯ জানুয়ারি