• মাকে হত্যার অপরাধে মার্কিন মহিলার ২৬ বছর কারাদণ্ড
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাকে হত্যা করার অপরাধে এক মার্কিন মহিলাককে ২৬ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। ২০১৪ সালে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটানোর সময় ওই মহিলা তার মাকে হত্যা করে দেহ স্যুটকেসবন্দি করে একটি ট্যাক্সিতে রেখে পালিয়ে যায়।হিদার ম্যাক নামে ওই মার্কিন মহিলাকে ২০১৫ সালে ইন্দোনেশিয়ার আদালত দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয়। ২০২১ সালে সে মুক্তিও পেয়ে যায়।আমেরিকায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং একজন মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়। গত ২ বছর ধরে শিকাগো কারাগারে ছিল সে। বুধবার বিচারক ম্যাথিউ কেনেলি কারাদণ্ডের রায় দেন। আদালতের রায়ে ২৮ বছর বয়সী ম্যাকের আনুষ্ঠানিক সাজা কমিয়ে প্রায় ২৩ বছর করা হয়েছে। ২৬ বছর কারাদণ্ডের সাজায় আগেই ২ বছর কারাগারে থাকায় সাজা কমানো হয়।প্রসিকিউটররা ম্যাকের ২৮ বছরের কারাদণ্ডের সুপারিশ করেন। ম্যাক তার তৎকালীন প্রেমিক টমি শেফারকে সঙ্গে নিয়ে তার মা শিক্ষাবিদ শিলা ফন উইজ-ম্যাককে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তারা ট্রাস্ট ফান্ড থেকে দেড় মিলিয়ন ডলার পেতে এই ষড়যন্ত্র কর বলে জানা যায় প্রসিকিউটররা বলেন, হত্যাকাণ্ডের সময় ম্যাকের বয়স ছিল ১৮। ওই সময় সে গর্ভবতীও ছিল।
  • Link to this news (আজকাল)