• চাকরির টোপ দিয়ে বিজেপি সদস্যকে তৃণমূলে যোগ দিতে বলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চাকরি দেওয়া হবে। বিনিময়ে তৃণমূলে যোগ দিতে হবে। অভিযোগ, নদীয়ার নবদ্বীপের মাজদিয়া পানশীলা পঞ্চায়েতে তৃণমূল সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ওই পঞ্চায়েতের বিজেপির টিকিটে জিতে আসা সদস্য পলি ঘোষ সরকার। বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেত্রী কৃষ্ণা দাশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তাঁর জানা নেই বলেই প্রধানের দাবি। জানা গিয়েছে, বুধবার বিজেপির ওই মহিলা পঞ্চায়েত সদস্যাকে পঞ্চায়েত ভবনের ভেতরেই একটি ঘরে আটকে রেখে এই প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, তৃণমূলে ঢুকলে তাঁকে এবং তাঁর স্বামীকে সমবায় ব্যাঙ্কে ১৪ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হবে। ওই সদস্যার দাবি, তিনি এই প্রস্তাবের উত্তরে জানান, তিনি বিজেপিতেই থাকতে চান। দীর্ঘক্ষণ একটি ঘরে তাঁকে আটকে রাখা হয় বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রধান কৃষ্ণা দাশ জানিয়েছেন, ঘটনার সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তবে তাঁর কাছে যে ঘটনাটি নিয়ে অভিযোগ করা হয়েছে তা স্বীকার করেছেন প্রধান।
  • Link to this news (আজকাল)