• রাতের অন্ধকারে সরকারি জমি থেকে বেআইনিভাবে কেটে নেওয়া হল প্রায় ১০০ টি গাছ ...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে বুধবার রাতের অন্ধকারে সরকারি এবং ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে প্রচুর গাছ বেআইনিভাবে কেটে নেওয়া অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ওই দুষ্কৃতীরা যখন সরকারি জমি থেকে কাটা গাছ যন্ত্র দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তাড়া করে একটি ট্রাক্টরকে ধরে ফেলে। নবগ্রাম থানার পুলিশ সরকারি জমি থেকে কাটা গাছ ভর্তি ট্রাক্টর আটকের খবর পেয়ে এলাকায় পৌঁছয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তাঁরা খবর পান বিনোদবাড়ি গ্রামের বাসিন্দা জনৈক বাবু শেখ নামে এক ব্যক্তি কিছু লোক লাগিয়ে অবৈধভাবে বুধবার সারারাত নারায়ণপুর পঞ্চায়েত এলাকার একাধিক সরকারি জমি এবং ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে প্রচুর গাছ কেটে নিয়েছে।তৃণমূল পরিচালিত নারায়ণপুর পঞ্চায়েত প্রধান উত্তম মন্ডল বলেন,"রাতের অন্ধকারে ফাঁকা জায়গা থেকে গাছ কেটে নেওয়ার ফলে স্থানীয় গ্রামবাসীরা কেউ কিছু বুঝতে পারেনি। আমরা জানতে পেরেছি গতকাল রাতের মধ্যে যন্ত্র ব্যবহার করে কমপক্ষে ১০০ টি ছোট-বড় গাছ কাটা হয়েছে। " তিনি বলেন,"অবৈধভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বৃহস্পতিবার সকাল থেকে কাটা গাছের ডালগুলো এবং কাঠ কয়েকটি ট্রাক্টরে ভরে বিভিন্ন জায়গায় পাচার করছিলেন। গাছ কাটা এবং পাচারের খবর পেয়ে আমি আজ সকালে কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু আমাদেরকে আসতে দেখে ট্রাক্টর চালকরা পালিয়ে যেতে শুরু করে।" ঘটনার খবর পেয়ে এলাকাতে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনিভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাঠ ভর্তি একটি ট্রাক্টরও আটক করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)