• কলকাতায় স্বাক্ষরিত হল এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের চুক্তি, বাড়ল চাকরির বয়সসীমা...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বহু বছরের আন্দোলনের পর তৃণমূল সরকারের উদ্যোগে অবশেষে বৃহস্পতিবার থেকে চুক্তির আওতায় এলেন ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা "আনলোডিং ইউনিট"-এ কর্মরত প্রায় সাড়ে ৫০০ শ্রমিক। সম্প্রতি ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এই বৈঠকে ঠিক হয় "লেবার কন্ট্রাক্টর"দের অধীনে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা "আনলোডিং ইউনিট"-এ কর্মরত প্রায় সাড়ে ৫০০ শ্রমিক চুক্তির আওতায় আসবেন। কয়লা "আনলোডিং ইউনিট"-এ কর্মরত শ্রমিকদেরকে ‘‌স্কিলড’‌, ‘‌আনস্কিলড’‌ এবং ‘‌সেমিস্কিলড’‌ এই তিন ভাগে ভাগ করে চুক্তির শর্তগুলো নির্ধারিত হয়েছে। বৃহস্পতিবার কলকাতার শ্রম দপ্তরের ডেপুটি লেবার কমিশনার, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠন, এনটিপিসি কর্তৃপক্ষ এবং লেবার কন্ট্রাক্টর"দের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন," শ্রম দপ্তরের ডেপুটি লেবার কমিশনারের উপস্থিতিতে যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল তার ফলে উপকৃত হবেন কয়লা "আনলোডিং ইউনিট"-এ কর্মরত প্রায় সাড়ে ৫৫০-৬০০ জন শ্রমিক যারা ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সুনিশ্চিত করতে বছরের পর বছর কাজ করে চলেছেন।" চূড়ান্ত চুক্তিপত্রে চাকরির বয়সসীমা বৃদ্ধি এবং "দিনমজুর" থেকে "চুক্তিভিত্তিক" শ্রমিকের মর্যাদা পাওয়াতে খুশি আনলোডিং ইউনিট"-এ কর্মরত শ্রমিকরা। তারা বলেন, বিভিন্ন সরকারের আমলে আমরা এই দাবি করে এলেও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই আমাদের দাবি পূরণে উদ্যোগী হয়েছিল এবং আমাদের সেই দাবি পূরণ হল। 
  • Link to this news (আজকাল)