• সন্ধে থেকেই কলকাতায় নামল বৃষ্টি, রাতভর চলার সম্ভাবনা; কখন থামবে ?
    আজ তক | ১৯ জানুয়ারি ২০২৪
  • কনকনে ঠান্ডার মধ্যেই বৃহস্পতির সন্ধ্যায় বৃষ্টি নামল শহর কলকাতায়। যার জেরে শীতে জবুথবু অবস্থা শহরবাসীর। কলকাতার পাশাপাশি দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

    কেমন থাকবে আবহাওয়া?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যে দিনের তাপমাত্রা কম থাকবে। সেই কারণেই কনকনে ঠান্ডা ভাব বহাল থাকবে। যদিও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি করে কমতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পঙে বৃষ্টি হতে পারে। 

    কোথায় কত তাপমাত্রা?

    বৃহস্পতিবার দার্জিলিঙে পারদ নেমেছে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ৭.৯ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১০.৭ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১১.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১২ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। মগরার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি।

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস জানিয়েছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির জন্য শহরে কনকনে ঠান্ডার আমেজ বহাল থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৭১ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
  • Link to this news (আজ তক)