• লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায়! পিকনিকে গিয়ে মৃত্যু ১৪ পড়ুয়া ও ২ শিক্ষকের
    ২৪ ঘন্টা | ১৯ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাইফ জ্যাকেট পরা ছিল না কারও।  স্কুল থেকে পিকনিকে গিয়ে মৃত্যু হল ১৪ জন পড়ুয়ার। সঙ্গে ২ শিক্ষকেরও! কীভাবে? লেকে উল্টে গেল নৌকা। দুর্ঘটনা ঘটল গুজরাটের ভদোদরায়। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

    পুলিস সূত্রে খবর, মৃত পড়ুয়ারা ভদোদরার একটি বেসরকারি স্কুলের পড়ে। নাম,  ‘নিউ সানরাইজ’। স্কুল থেকে তাঁদের পিকনিক নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। সঙ্গে গিয়েছিলেন শিক্ষকরা।  কীভাবে দুর্ঘটনা? ভদোদরার হার্নি লেকে একটি নৌকায় চেপেছিল ২৭ জন। সেই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলবাহিনী। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় উদ্ধার হয়। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু  ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী। ৫০ হাজার টাকা করে পাবে আহতেরা। চুপ করে বসে নেই গুজরাট সরকারও। আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাতিল। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
  • Link to this news (২৪ ঘন্টা)