ব্যবধান মাস খানেকের। মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে এবার সিলমোহর পড়ে মন্ত্রিসভার বৈঠকেও। কবে? গত বছরের অক্টোবরে। বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, 'ধুপগুড়ি মহকুমা, যেটা এর আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আজকে সেটা ক্যাবিনেটে পাশ হল। দুটি ব্লক নিয়ে, একটা হচ্ছে ধূপগুড়ি আর একটা হচ্ছে বানারহাট, ধূপগুড়ি মহকুমা কাজ শুরু করল। অবিলম্বে সবরকম পরিকাঠামো তৈরি করে, রাজ্য সরকার মহকুমার সুবিধা ধূপগুড়িবাসীকে তুলে দেবে'।তাহলে কেন দেরি? আইনি জটিলতার কারণে অনুমোদন প্রক্রিয়া আটকে ছিল। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আজ, বৃহস্পতিবার ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণার ছাড়পত্র মেলে। সূত্রের খবর তেমনই।একুশের বিধানসভা ভোটে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু গত বছর বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হয় এই কেন্দ্রে। সেই উপনির্বাচনে উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ভোটের প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।