• ‌‌মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে দু’‌দেশের বিদেশমন্ত্রীর বৈঠক...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মালদ্বীপ থেকে সেনা সরানোর ভাবনাচিন্তা করছে ভারত। দুই দেশের মধ্যে চলা কূটনৈতিক টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার এমনটাই জানাল ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় এক দ্বিপাক্ষিক আলোচনায় বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। বৈঠকের পর এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ‘খোলামেলা আলোচনা’ হয়েছে তাঁদের মধ্যে। নন–অ্যালাইনড মুভমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। প্রসঙ্গত, মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর নেতৃত্বাধীন মালদ্বীপ সরকার ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেধে দিয়েছে। সে দেশের সরকারের ‘আর্জি’ ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা সরাতে হবে ভারতকে। তারপরই জয়শঙ্কর বৈঠক করলেন মালদ্বীপের বিদেশমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে সেনা সরানো নিয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ভারতীয় সেনা মালদ্বীপে রয়েছে। মালদ্বীপের সেনাকে যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণও দেয় তারা। পাশাপাশি মালদ্বীপের অন্তর্গত প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসা উপাদান পৌঁছে দেওয়ার দায়িত্বও রয়েছে ভারতীয় সেনার উপর। 
  • Link to this news (আজকাল)