• গুগলে আরও ছাঁটাই হবে বলে জানালেন সুন্দর পিচাই
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : আগামী দিনে আরও কর্মী ছাঁটাই করা হতে পারে বলে জানিয়েছেন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের প্রধান সুন্দর পিচাই। সম্প্রতি একদল কর্মী ছাঁটাইয়ের পরপরই অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠান গুগলের ‘পরিচালন পদ্ধতির সহজীকরণে’ আরও ছাঁটাইয়ের হুঁশিয়ারি দিলেন । গুগলের কর্মীদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে সিইও সুন্দর পিচাই বলেছেন, “এবারের ছাঁটাইয়ের ক্ষেত্রে কিছু বিভাগের ‘স্তর বিলুপ্ত’ করাকে গুরুত্ব দেওয়া হবে। সব টিমে এটি করা হবে না এবং গত বছর যে বিপুল সংখ্যক কর্মীছাঁটাই হয়েছিল এবার সেসব পদ থেকে ছাঁটাই হবে না।”অ্যালফাবেটের আরেক প্রতিষ্ঠান ভয়েস অ্যাসিস্টেন্ট থেকে কয়েকদিন আগে বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এখন এমন সময়ে গুগল সিইও জানালেন নতুন করে ছাঁটাইয়ের খবর। ছাঁটাই পরিকল্পনার ফলে গুগল নেস্ট, পিক্সেল, ফিটবিট এবং অ্যাড সেলস টিমের ওপর বেশি প্রভাব পড়ার কথা জানা গেছে।২০২৩ সালের জানুয়ারিতে অ্যালফাবেট তাদের কর্মী ১২ হাজার জনকে অর্থাৎ ৬ শতাংশকে ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে গুগলের এক লক্ষ ৮২ হাজার ৩৮১ জন কর্মী ছিল। গত বছরের শুরুতে ছাঁটাইয়ের পর এবছরও কর্মীছাঁটাইয়ের কথা জানাল গুগল।
  • Link to this news (আজকাল)