• দেশকে অযোধ্যার সঙ্গে জুড়বে ভারতীয় রেলের ‘আস্থা’
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। গোটা অযোধ্যা জুড়ে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। বহু ভারতবাসীই সেদিন অযোধ্যায় উপস্থিত থাকতে পারবেন না। তাদের কথা ভেবে এবার নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের। আস্থা নামে বিশেষ ট্রেন চালুর কথা ঘোষণা করল ভারতীয় রেল। দেশের ৬৬ টি প্রান্ত থেকে এই ট্রেনগুলি অযোধ্যায় রওনা দেবে। প্রতিটি ট্রেনে ২২ টি করে কোচ থাকবে। যারা রাম মন্দির উদ্বোধনের দিন নিজের চোখে মন্দির দেখতে পারছেন না তারা এই ট্রেনগুলিতে চেপে আসতে পারেন অযোধ্যায়। রেলের এই সিদ্ধান্তে খুশি বহু মানুষ। তারা জানিয়েছেন, ভারতীয় রেল গোটা দেশকে জুড়ে রেখেছে। এবার তারা দেশবাসীকে অযোধ্যার সঙ্গে জুড়ে দেবে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন করবেন। ইতিমধ্যে তিনি নিজের দৈনন্দিন আহারে বেশকিছু পরিবর্তন এনেছেন। মাটিতে শুয়ে থাকার পাশাপাশি তিনি ডাবের জল খেয়ে এখন দিন কাটাচ্ছেন। 
  • Link to this news (আজকাল)