• শুরুর দিনে বৃষ্টিভেজা বইমেলায় লন্ডন চর্চা
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • কৌশিক রায়: বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। আর প্রথম দিনেই বাধ সাধল বৃষ্টি। এক বইপ্রেমী ঠাট্টা করে বললেন,"ব্রিটেন থিম কান্ট্রি বলেই লন্ডনের আবহাওয়া আজ। সেই মেঘলা আর টিপটিপ বৃষ্টি।" এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বেলা গড়াতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। প্রথম দিন হলেও উৎসাহে কিছু কমতি দেখা যায়নি বইপ্রেমীদের। ছাতা মাথায় দিয়ে কেনাকাটা করতে দেখা গিয়েছে অনেককেই। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান সোমনাথ দত্ত জানালেন, "বৃষ্টির সম্ভাবনা তো আগে থেকেই ছিল। জোড়া ঘূর্ণাবর্ত থাকার কারণে কলকাতা এবং আশেপাশের জেলায় বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হবে। আকাশও মেঘলা থাকবে।" মুখ্যমন্ত্রী বইমেলা উদ্বোধন করার পর থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মেলার প্রবেশদ্বার। কিন্তু খানিকটা হলেও প্রথম দিনের মেলার ভিড় কেড়ে নিয়েছে বৃষ্টি।করুণা প্রকাশনীর কর্ণধার কৃষ্ণেন্দু মুখার্জি জানালেন, "বৃষ্টির কারণে প্রথম দিনের বিক্রিটা কমে গিয়েছে। আশা করি কাল বিকেলে আকাশ পরিষ্কার হবে। মেলার সময় তো কয়েকটা ছুটির দিন রয়েছে। সেই দিনগুলো আশা করি ভিড় হবে।" ২০ বছর পর কলকাতা বইমেলায় এসেছেন কাকলি মজুমদার। বর্তমানে থাকেন থাইল্যান্ডে। মাথায় ছাতা, হাতে বইয়ের ব্যাগ নিয়ে জানালেন, "আগে পার্ক স্ট্রিট ময়দানে বইমেলায় যেতাম। এত বছর পর বইমেলার সময় কলকাতায় থাকছি। বৃষ্টি আটকে রাখতে পারবে না আমাদের। তাই মা আর শাশুড়িকে নিয়ে চলে এসেছি। দুপুরে একবার ভেবেছিলাম আসব না। তারপর ভাবলাম প্রথম দিন ঘুরেই আসি।" পুরুলিয়া থেকে এদিন মেলায় এসেছিলেন পার্থসারথি সরকার। তিনি বললেন, "ছুটির দিনগুলোতে ভিড় হবে ভেবে আজই চলে এসেছি। খুব একটা জোরে তো বৃষ্টি পড়ছে না। তাছাড়া ব্যাগে ছাতাও রেখেছি। বৃষ্টির জন্য পুরোটা ঘোরা হল না। এর মধ্যে আর একদিন আসব।" প্রথম দিনে বৃষ্টির জন্য ভিড়ে কিছুটা ভাটা পড়লেও আগামী দিনগুলোতে ঢল নামবে মানুষের, এমনটাই মত গিল্ড কর্তৃপক্ষের।
  • Link to this news (আজকাল)