২০০ কেজির মূর্তি! প্রকাশ্যে ‘রাম লালা’র প্রথম ছবি...
২৪ ঘন্টা | ১৯ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ জানুয়ারি রাম মন্দিরের(Ram Temple) উদ্বোধনের আগেই প্রকাশ্যে এল রাম লালার মূর্তির(Ram Lala Murti) প্রথম ছবি। তবে রাম লালার যে ছবি সামনে এসেছে তাতে তার মুখ ও হাত হলুদ রঙের কাপড়ে ঢাকা এবং শরীর সাদা রঙের কাপড়ে ঢাকা। এই মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা। এই মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজ।
৪ ঘণ্টা ধরে পুজোপাঠের পর অযোধ্যার মহাযজ্ঞে এগোল আরও এক ধাপ। রামমন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হলেন রামলালা। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে মন্দিরের। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে আচার অনুষ্ঠান। মন্দিরের উদ্বোধনের আগে এক সপ্তাহ থেকে বিভিন্ন আচার-বিধি পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতে রাম মন্দিরের গর্ভগৃহের মূল ফটকের সামনে আনা হয় রামলালার মূর্তিকে।বৃহস্পতিবার বিকেলে গর্ভগৃহের আসনে বসানো হয় বিগ্রহটিকে। চার ঘণ্টারও বেশি সময় লেগেছে রামের এই মূর্তিটি গর্ভগৃহের আসনে বসাতে। ২০০ কেজির মূর্তিটি আসনে বসানোর আগে বহুক্ষণ ধরে পুজো, হোমযজ্ঞও চলে। উপস্থিত ছিলেন ভাস্কর যোগীরাজসহ আরও অনেক সাধু। তবে এখনও রামলালার এই বিগ্রহের আবরণ উন্মোচন হয়নি। সম্পূর্ণ ঢাকা অবস্থাতেই মূর্তিটি গর্ভগৃহের আসনে স্থাপন করা হয়েছে।প্রসঙ্গত, বাতাসে আভাস ছিলই, প্রত্যাশামতোই পাওয়া গেল ছুটির খবর। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিনে কেন্দ্রীয় সরকারি অফিসে থাকবে হাফ-ডে ছুটি। মানে, কর্মীরা ওইদিন অর্ধদিবস কাজ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। কেন ছুটি? মন্ত্রী এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন দেশজোড়া মানুষের রামমন্দিরকে ঘিরে যে আবেগ, সেটার মান্যতা দিতেই এই হাফ-ডে ছুটির ভাবনা। অযোধ্যায় দেড়শোটি দেশের প্রতিনিধিরা আসবেন ২২ জানুয়ারি। ১০০-র বেশি চার্টার্ড জেট আসছে অযোধ্যায়। ১৬ জানুয়ারি থেকেই অযোধ্যার শুরু রামমন্দিরের উৎসব শুরু হয়েছে। ২২ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা-র মধ্যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে, তারপর রামলালার মূর্তি স্থাপন করা হবে। সাধারণ মানুষের মন্দিরপ্রবেশ ২১ ও ২২ জানুয়ারি বন্ধ থাকবে। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে গেলে বন্ধ রাখা হবে মন্দির। ২৩ জানুয়ারি থেকে তা ভক্তসাধারণদের জন্যে খুলে দেওয়া হবে।