• ‌হামাসের অস্ত্র কারখানা ধ্বংস করল ইজরায়েল
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হামাসের অস্ত্র কারখানা ধ্বংস করল ইজরায়েল সেনা। গাজা ভূখণ্ডে মাটির নীচে অসংখ্য সুড়ঙ্গের মাধ্যমে এই অস্ত্র কারখানাগুলি যুক্ত ছিল। সালাহ্–আল–দিন সড়ক বরাবর মাটির ওপরে ও নীচে এই সব কারখানায় তৈরি হত রকেট, অস্ত্র ও গোলাগুলি। সুড়ঙ্গ পথে সেইসব অস্ত্রশস্ত্র গাজা ভূখণ্ড জুড়ে সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে দেওয়া হত। কিছু জায়গায় অস্ত্র মজুত করে রাখা হত বলেও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। তাদের দাবি, মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে অস্ত্র তৈরির বহু কারখানার সন্ধান পেয়েছে ইজরায়েল সেনা। নুসেরাত ও বুরেজ শরণার্থী শিবিরের মধ্যে অভিযান চালিয়ে রাসায়নিক সামগ্রী তৈরির সরঞ্জাম এবং কন্টেনারও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে দূরপাল্লার কয়েকশো রকেট। এদিকে, গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইজরায়েল সেনার হানায় ২৪ হাজার ৬০০–র বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ১০ হাজার।
  • Link to this news (আজকাল)