• চাঙ্গা ইস্টবেঙ্গল, লাল হলুদ জার্সিতে ডার্বিতে গোল করতে মরিয়া ক্লেইটন...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী, ভুবনেশ্বরবৃহস্পতি সন্ধেয় সেভেন ব্যাটেলিয়ন গ্রাউন্ডে একঝাঁক ফুটবলারদের মধ্যেও তাঁকে বেছে নিতে অসুবিধা হল না। বাকিদের মধ্যেও অন্যন্য তিনি। নিষ্ঠা, একাগ্রতা, সাফল্যের খিদে ক্লেইটন‌ সিলভাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। সেটা যেন আরও বেড়ে গিয়েছে সুপার কাপের ডার্বির আগে। তার কারণ? অন্য দলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে গোল রয়েছে। কিন্তু লাল হলুদ জার্সিতে ডার্বিতে গোল নেই। ইস্টবেঙ্গলে দেড় মরশুম কাটিয়ে ফেললেও বড় ম্যাচে জালে বল জড়াতে পারেননি ক্লেইটন। এবার সেই অধরা ইচ্ছে পূরণ করতে চান। সুপার কাপের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন। ছন্দে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এটাই বিপক্ষের জালে বল জড়িয়ে দেওয়ার সেরা সময়। যা কখনই হাতছাড়া করতে চান না। ক্লেইটন‌ বলেন, "আমি মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছি। তবে ইস্টবেঙ্গলের জার্সিতে এখনও পাইনি। ডার্বিতে গোল করার আপ্রাণ চেষ্টা করব। তবে ভাল ম্যাচ খেলাই প্রধান লক্ষ্য। সতীর্থদের সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই গোল করতে চাই। তবে তার জন্য বাড়তি চাপ নিতে চাই না। গোল না পেলেও হতাশ হব না। দলের জয়ই আসল।" ব্রাজিলিয়ান স্ট্রাইকার জানিয়ে দিলেন, ড্র নয়, তিন পয়েন্টের জন্যই অলআউট ঝাঁপাবেন তাঁরা। কলকাতায় ভরা স্টেডিয়ামে ডার্বি খেলতে অভ্যস্ত ক্লেইটন।‌ শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে হয়তো হাউসফুল পরিবেশ পাবেন না। তবে সমর্থকদের খেলা দেখতে আসার আহবান জানান। ইতিমধ্যেই সমর্থকরা ভুবনেশ্বরে আসতে শুরু করেছে। হোটেলেই সেই আঁচ পেয়েছেন ক্লেইটন। ভক্তদের থেকে উপহারও পান ব্রাজিলিয়ান তারকা। এবার তাঁদের প্রতিদান‌ দেওয়ার জন্য তৈরি। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে সেভেন ব্যাটেলিয়ান‌ গ্রাউন্ডে ডার্বির চূড়ান্ত প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল দল। সুপার কাপের প্রথম দুটো ম্যাচ সহজে জেতায় চাঙ্গা লাল হলুদ শিবির। এদিন অনুশীলনের শুরুতেই বোরহা, হিজাজিদের পেপ টক দেন কুয়াদ্রাত।‌ প্র্যাকটিসে হাসিখুশি মেজাজেই ধরা দেন স্প্যানিশ কোচ। ডার্বির শেষেও কি এই হাসি থাকবে তাঁর মুখে? বলবে সময়। 
  • Link to this news (আজকাল)