• সাধারণতন্ত্র দিবসের আগে কঠোর নিরাপত্তা দিল্লিতে, বিমান ওঠানামায় জারি বিধিনিষেধ ...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সকাল ১০‌.‌২০ থেকে দুপুর ১২.‌৪৫ অবধি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে পারবে না। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ জানুয়ারি (‌সাধারণতন্ত্র ‌দিবস‌)‌ অবধি এই বিধিনিষেধ জারি থাকবে। শুক্রবার এক নির্দেশিকায় একথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এদিন থেকেই এই নিয়ম চালু হল। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সাধারণতন্ত্র দিবসের প্যারেডের বিশেষ অতিথি তিনি। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান ওঠানামায় বিধিনিষেধের পাশাপাশি দিল্লি মেট্রোতেও থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার থেকে আগামী শুক্রবার অবধি প্রতিটি যাত্রীকে কড়া তল্লাশির মুখে পড়তে হবে। তাই যাত্রীদের হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মেট্রো স্টেশনেই অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হবে। একটা নির্দিষ্ট সময় অবধি বিমান ওঠানামায় জারি থাকবে এই বিধিনিষেধ। 
  • Link to this news (আজকাল)