• ‌ সরকারি বাংলো ছাড়লেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উচ্ছেদ করতে লোক পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু তার আগেই দিল্লির সরকারি বাংলো ছেড়ে দিলেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার সকালে সংসদের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে একটি দল পাঠানো হয়েছিল মহুয়ার সরকারি বাংলোতে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ওই সরকারি দলের হাতেই বাংলোর চাবি তুলে দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। জানা গেছে শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। মহুয়ার আইনজীবী জানান ‘শুক্রবার সকাল ১০টায় বাংলোটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। ডিওই–এর আইনজীবীর হাতে বাংলোর জিনিসপত্র ও চাবি তুলে দেওয়া হয়েছে। ডিওই আসার আগেই বাংলো খালি করা হয়েছিল।’‌ প্রসঙ্গত, লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার নোটিশ দিয়েছিল ডিওই। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন মহুয়া। তা খারিজ হয়। বৃহস্পতিবার উচ্চ আদালত জানিয়ে দেয়, সরকারি বাংলোয় থাকার অধিকার হারিয়েছেন মহুয়া। কারণ, তাঁকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরেই শুক্রবার সকালে কেন্দ্রের দল পৌঁছে যায় মহুয়ার বাংলোর সামনে। তার আগেই অবশ্য বাংলো ছেড়ে দিলেন মহুয়া। 
  • Link to this news (আজকাল)