• প্রাণ প্রতিষ্ঠার আগে প্রকাশ্যে রামলালার ‘প্রথম ছবি’
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  অযোধ্যায় রামলালার মূর্তির প্রথম ছবি প্রকাশ্যে এল। বৃহস্পতিবারই অযোধ্যা মন্দিরে নতুন মূর্তি বসানো হয়েছে। সমস্ত আচার এবং নিয়ম নেবেই মন্দিরে বসানো হয়েছে মূর্তি। ২২ জানুয়ারি এই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। শুক্রবারই এই ৫১ ইঞ্চির রামলালার ছবি প্রকাশ করা হল। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ এই মূর্তিটি তৈরি করেছেন। এটি তৈরি করা হয়েছে কালো পাথর দিয়ে। সোমবার এই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়া অযোধ্যা জুড়ে এখন চলছে শেষ তুলির টান। মন্দিরের কাজ সময়ে শেষ করতে কারিগররা চেষ্টার খামতি রাখছেন না। অযোধ্যায় প্রতিটি রাস্তা থেকে শুরু করে গলিপথ সর্বত্রই আলোয় মুড়ে দেওয়া হয়েছে। রাত ঘনালেই চলছে লেজার শো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু থেকে শুরু করে ভক্ত সকলেই অযোধ্যায় ভিড় করেছেন। গোটা অযোধ্যাই তাই এখন রামময় হয়ে উঠেছে।   
  • Link to this news (আজকাল)