• ‌‌উত্তরে জাঁকিয়ে ঠান্ডা, দক্ষিণের দুই জেলায় বৃষ্টি হলেও বাড়বে রাতের তাপমাত্রা...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবারের মতো একাধিক জেলায় না হলেও শুক্রবারও রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এদিন উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, দার্জিলিং–সহ গোটা উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। দার্জিলিঙে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুক্র এবং শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পঙেও। উত্তরবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে থাকবে কুয়াশা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.‌১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি এবং ১৪ ডিগ্রি থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 
  • Link to this news (আজকাল)