• ‌পৃথক রাজ্য সহ একাধিক দাবিতে ফের রেল রোকো কর্মসূচি, তিন ঘণ্টা দাঁড়িয়ে রইল বন্দে ভারত...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পৃথক রাজ্য সহ একাধিক দাবিতে ফের রেল রোকো কর্মসূচি কেপিপি ইউনাইটেডের। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর ডাকে চলছে এই কর্মসূচি। শুক্রবার সকাল ৭ টা থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে রেললাইনে বসে পড়েন ধর্মঘটীরা। যার জেরে একের পর এক আটকে পড়ে বন্দে ভারত–সহ একাধিক দূরপাল্লার ট্রেন। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।১২ ঘণ্টার রেল ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি। কিন্তু তিন ঘণ্টা পরেই পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে যায়। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেট লাইন দিয়েছে আকসু। তার মধ্যে দাবি পূরণ না হলে ফের আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। এদিন এই ধর্মঘটের জেরে সকাল ৬ টা ৫৭ মিনিট থেকে আটকে ছিল গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। ময়নাগুড়ি স্টেশনে আটকে ছিল কামরূপ। নিউ দোমোহনি স্টেশনে আটকে ছিল এর্নাকুলাম এক্সপ্রেস। জলপাইগুড়ি রোড স্টেশনে আটকে ছিল ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস। রানিনগর স্টেশনে আটকে পড়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। তিন ঘণ্টা পর ধীরে ধীরে রেল চলাচল শুরু হয়। 
  • Link to this news (আজকাল)