• দৌলতাবাদ থানা এলাকা থেকে ফের উদ্ধার সকেট বোমা
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সকেট বোমা উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে গিরিনগর-পশ্চিমপাড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি সকেট বোমা। গত ৪ জানুয়ারি দৌলতাবাদ থানার গুরদাসপুর গ্রাম পঞ্চায়েতের চোয়াডাঙা এলাকাতে সকেট বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের। বিস্ফোরণের ঘটনাতে আহত হয়েছিল আরও ২ জন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে গিরিনগর পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন শিশু খেলা করার সময় একটি বাড়িতে কয়েকটি ইঁটের পেছনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পায়। ব্যাগটি দেখে বাচ্চাদের সন্দেহ হওয়ায় তারা পরিবারের সদস্যদেরকে বিষয়টি জানায়। ব্যাগটি সরাতেই দেখা যায় তার তলায় লুকিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটি সকেট বোমা। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই এলাকা থেকে বেশ কিছুটা দূরে গ্রামবাসীরা জানিয়েছেন, বাড়িতে সকেট বোমাগুলি উদ্ধার হয়েছে তার মালিক জনৈক সালেহাজ বেওয়া। তিনি মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে ওই বাড়িটি ফাঁকা রয়েছে। সেই সুযোগে কিছু দুষ্কৃতী ওই বাড়িতে সকেট বোমাগুলো মজুত করে রেখেছিল বলে গ্রামবাসীদের অনুমান। দৌলতাবাদ থানার এক শীর্ষ আধিকারিক বলেন, বোমা উদ্ধারের ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ সেখানে পৌঁছেছে এবং বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)