• ২২ জানুয়ারি ‘পূর্ণদিবস’ ছুটির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি রাজ্য সভাপতির...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। এবার রাজ্যেও সেদিন ছুটি ঘোষণার দাবি করল বিজেপি। রাজ্যে আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার দাবি করেন, চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। এবিষয়ে আপনার সদুত্তর কামনা করি। বিজেপির রাজ্য সভাপতি চিঠিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিত অনুরোধ করেছি উনি যেন আগামী ২২ জানুয়ারি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এরফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন মন্ত্রক অর্ধদিবস ছুটি থাকবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড ইতিমধ্যেই সেদিন পূর্ণদিবস ছুটি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। 
  • Link to this news (আজকাল)