• ছড়া-লেখা-কবিতা, এবারের বইমেলায় মমতার ৭ নতুন বই, কী কী রয়েছে?
    আজ তক | ১৯ জানুয়ারি ২০২৪
  • 'আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতেও কাউকে বলি লিখে ফেলতে।' লেখার সময় পাওয়ার বিষয়ে নিজেই বলেছিলেন একথা। জানিয়েছিলেন, হাজারও ব্যস্ততার মধ্যেও যেভাবে লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যা প্রকাশিত হয় বই হয়ে। ২০২৩ সালের বইমেলায় মমতার লেখা ৬টি বই প্রকাশিত হয়েছিল। সেবার ওই ৬টি বই মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা দাঁড়ায় ১৩৩। এবার তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ইংরেজি বাংলা মিলিয়ে ৭টি। মোট ১৪৩টা। 

    প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কবিতা লিখতেন। অতীতে বহু সাহিত্যিক রাজনীতিতে এসেছেন। আবার রাজনীতিতে এলেও অনেকে নিয়মিত সাহিত্য চর্চা করেছেন। এখনও বহু রাজনীতিক লেখেন। কিন্তু কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর এত বই লিখে ফেলার নজির বিরল। 

    প্রকাশনা সংস্থার এক কর্তা জানিয়েছেন, এবার বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতার বইগুলো হল- 'লহ প্রণাম ছড়ায় ছড়ায় ২', হাম্বল রিগার্ডস, 'উৎসব সবার', 'তৃণমূল স্তরে তৃণমূলের জয়'', কবিতা বিতান' (নতুন সংস্করণ), আরও দুটি ইংরেজি বই প্রকাশিত হয়েছে। 

    'লহ প্রণাম ছড়ায় ছড়ায়' বইটি দেশের মণীষীদের শ্রদ্ধা জানিয়ে তাঁর ছড়ার বইয়ের দ্বিতীয় খণ্ড। ওই বইটিরই ইংরেজি অনুবাদ হল 'হাম্বল রিগার্ডস'। 'উৎসব সবার' বইটিতে রাজ্যের বিভিন্ন উৎসব নিয়ে লেখা। তাতে বহু ছবিও রয়েছে। 'তৃণমূল স্তরে তৃণমূলের জয়' বইটি রাজনৈতিক। আর 'কবিতা বিতান' বইটি নতুন সংস্করণ, যাতে নতুন ১৪টি কবিতা রয়েছে।

    বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা জানান, আগামী বছরের মধ্যে তিনি নিজের ১৫০টি বইয়ের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। তাঁর কথায়, 'আগের বার ১৩৬টা বই ছিল। এ বার ১৪৩টা হয়েছে। পরের বার আর সাতটা করে দেব, ১৫০ হয়ে যাবে।' 

    ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবারের থিম ব্রিটেন। এই নিয়ে চারবার ব্রিটেনের থিমে কলকাতা বইমেলার আয়োজন করা হল। এবছর বইমেলায় ২০টি দেশ অংশ নিয়েছে। রয়েছে আমেরিকা, ফ্রান্স, বাংলাদেশ, জার্মানি, ইটালি, স্পেন, রাশিয়া, তাইল্যান্ড, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, কিউবার মতো দেশের স্টল। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। ২০ জানুয়ারি বইমেলায় পালিত হবে ‘বাংলাদেশ দিবস’। 

     
  • Link to this news (আজ তক)