• ইন্দোনেশিয়ায় ‌ভূমিকম্প, সুনামির সতর্কবার্তা নেই
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্দোনেশিয়ায় ফের কম্পন অনুভূত হল। এবার ভূমিকম্প আঘাত হানল ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে। তবে সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্য রাতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.‌৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল টোজো উনা–উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য প্রায়শই কম্পন অনুভূত হয়ে ইন্দোনেশিয়ায়। 
  • Link to this news (আজকাল)