• তেতে উঠছে কলিঙ্গ স্টেডিয়াম চত্বর, হাজির ইস্ট-মোহনের সমর্থকরা...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মাহেন্দ্রক্ষণ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ডার্বি। এই ম্যাচের ওপরই নির্ভর করবে সেমিফাইনালের ভাগ্য। কলকাতায় এই ডার্বি হলে এতক্ষণে ফুটতে শুরু করত শহর। কিন্তু ভুবনেশ্বরে কোনও উত্তাপ নেই। সম্প্রতি ভারতের স্পোর্টস হাব বলা যেতে পারে ভুবনেশ্বরকে। কিন্তু সেই শহরে ডার্বির কোথাও কোনও পোস্টার নেই। শুধুমাত্র কলিঙ্গ স্টেডিয়ামের আশেপাশে গেলে ডার্বির কিছুটা আঁচ পাওয়া যাবে। কলকাতা থেকে চলে এসেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকরা। মোহনবাগান আল্ট্রাস, এমডিএক্স, ইস্টবেঙ্গল আল্ট্রাসের কয়েকটা বাস সকালেই ভুবনেশ্বর পৌঁছে গিয়েছে। এমডিএক্সের ৩৭ জন ট্রাভেলারে হাজির ভুবনেশ্বরে।‌ বাকিরা ট্রেনে আসছে। দু"দলের সমর্থক মিলে প্রায় ৮ থেকে ১০ হাজার ফুটবলপ্রেমী ডার্বিতে উপস্থিত থাকবে। কোনও টিফো, পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি নেই। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম চত্বর তেতে উঠবে দুই প্রধানের সমর্থকদের কোলাহলে। ডার্বির উত্তাপ অবশ্য আগেই শুরু হয়ে গিয়েছে। ভুবনেশ্বরে আসার পথে মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে বচসা বাঁধে, বাস ভাঙচুরও হয়। তবে বড় কোনও ঝামেলা হয়নি। 
  • Link to this news (আজকাল)