• সাড়ম্বরে 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: কলকাতা সহ জেলার খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্প মেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রদর্শনী ইত্যাদি নিয়ে তিন দিন ধরে চলবে বাংলা মোদের গর্ব। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হুগলি জেলা প্রশাসন এবং ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় আয়োজিত বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য্য, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী,ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, প্রকাশ গোস্বামী প্রমুখ। থাকছে কলকাতা সহ জেলার নানা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকছে হস্তশিল্প মেলা। ওই মেলায় জেলার হস্তশিল্পীরা পাবেন তাদের হাতে তৈরী সামগ্রী বিক্রি করার সুযোগ। এছাড়া সকলের নজর কাড়বে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রদর্শনী "কারার ওই লৌহ কপাট"। ২১ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এই তিন দিন উৎসবের বিভিন্ন সময় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চ থেকে এদিন চন্দননগরের সেরা দশটি পুজো কমিটিকে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান তুলে দেওয়া হয়।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)