• রাজ্যে কংগ্রেসের সঙ্গে 'জোট' হচ্ছে না, মুর্শিদাবাদ নেতৃত্বকে বার্তা মমতার...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও জোট হচ্ছে না বলে মুর্শিদাবাদ নেতৃত্বকে আজ জানিয়ে দিলেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজ্যের ৪২ টি আসনেই তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে বলে সূত্রের খবর। বৈঠকে নেত্রী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে "ইন্ডিয়া" জোটের শরিক হবে। আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে শুক্রবার মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মন্ত্রী ফিরহাদ হাকিম মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতাদের সঙ্গে দু"ঘণ্টার বেশি সময় বৈঠক করেন। আজকের বৈঠকে মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সদস্য এবং দলের সংগঠনের বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়ক বলেন, "আজ দলের নেতা নেত্রীদের সঙ্গে পরিচয় পর্ব সেরে দলনেত্রী নিজের বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে ৪২ টি আসনেই তৃণমূল প্রার্থী দেবে। তিনি সেই মত সকলকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস "ইন্ডিয়া" জোটের শরিক থাকবে। এদিনের বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন,"অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দু"জনেই স্পষ্ট করে দিয়েছেন, জেলাতে সমস্ত নেতাদের সকলকে একসাথে নিয়ে চলতে হবে। সূত্রের খবর, বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখাও ঠিক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের হাতেই যে পশ্চিমবঙ্গ সুরক্ষিত এবং কেন্দ্রের কাছে বাংলার বকেয়া যাবতীয় টাকা যে একমাত্র তৃণমূলই আদায় করে আনতে পারে তা মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার করার জন্য। সূত্রের খবর, বৈঠক চলাকালীন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দলের কিছু সিদ্ধান্ত নিয়ে তাঁর ক্ষোভের কথা জানাতে ওঠেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কড়া ভাষায় তাঁকে "সমঝে" দেন। হুমায়ুন কবীরকে নির্দেশ দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্ব যা নির্দেশ দেবে তাঁকে তা পালন করতে হবে।
  • Link to this news (আজকাল)